01 Jan

চন্দননগরে গল্পমেলা

গল্পমেলা-র ৩৭ বর্ষের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হল গত ১০-১১ ডিসেম্বর ২০১৬, চন্দননগর জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহ (রবীন্দ্রভবন)-এ। শুরুতে ছিল গল্পলেখার কর্মশালা। অজিত মুখোপাধ্যায়ের সঞ্চালনায় কর্মশালায় সাতাশজন অংশগ্রহণ করেন। আমেরিকা প্রবাসী সাহিত্যিক মদনগোপাল মুখোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসে সেখানকার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে সৃজনমূলক লেখা শেখানোর ক্লাসগুলির নিয়ম-রীতি। এবারও ছোটদেরসঙ্গে গল্প পড়লেন বাংলা সাহিত্যের মান্য লেখকেরা। গল্পপাঠ ছাড়াও দুদিনের অনুষ্ঠানে ছিল বিতর্ক এবং বিভিন্ন বিষয়ে আলোচনা। এবারের বিতর্কের বিষয় ছিল ‘নারীচরিত্র চিত্রায়নে মহিলা লেখকেরা বেশি বিশ্বস্ত’। বিতর্কেঅংশ নেন সাহিত্যিক পাপিয়া ভট্টাচার্য, ঈশাপাল, মোনালিসা ঘোষ, জয়ন্ত দে, অমিত ভট্টাচার্য এবং সৈয়দ হাসমত জালাল। সঞ্চালনা করেন সর্বানী বন্দ্যোপাধ্যায়।

‘বাংলা গল্পে অন্তর্জালের প্রভাব’ নামক আলোচনায় অংশগ্রহণ করেন অমর মিত্র, তপন বন্দ্যোপাধ্যায়, সুকান্ত চট্টোপাধ্যায়, সত্যবান রায়, আনসার উদ্দিন। সঞ্চালনা করেন সর্বানী বন্দ্যোপাধ্যায়। ‘শতবর্ষে নরেন্দ্রনাথ মিত্র’শীর্ষক আলোচনায়অংশ নেন স্বপ্নময় চক্রবর্তী, শতদ্রু মজুমদার, দেবাশিস মুখোপাধ্যায়, বরেন্দু মণ্ডল এবং নরেন্দ্রনাথ মিত্রের সন্তান অধ্যাপক অভিজিৎ মিত্র।

দুদিনের অধিবেশনে গল্পপাঠ করেন সুবীর মজুমদার, মঞ্জুলা ভট্টাচার্য, ফাল্গুনী পাণ্ডা, তৃষিত গুহ, রূপক চট্টরাজ, সুস্মিতা নন্দী, অরুণ দে, শুভ্রাংশু রায়, অমল দাস, শুক্লা বন্দ্যোপাধ্যায়, বিমল গঙ্গোপাধ্যায়, সুমন্ত পাল, গৌর কারক, জয়দেব দত্ত, বিশ্বদীপ দে, মানস সরকার, রত্না মুন্সি,সুব্রত দেব, সিক্তা গোস্বামী, চন্দ্রা মজুমদার, নীহারুল ইসলাম, শঙ্খদ্বীপ ভট্টাচার্য, উজ্জ্বল রায়, নীতা রায়, নিয়তি রায়চৌধুরী, শাশ্বতী নন্দী, নব বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণলাল সরকার, রাজীবকুমার ঘোষ, সুব্রত নাগ, শমীক ঘোষ, সাদিক হোসেন। অনুষ্ঠান শেষ হয় হাসির গল্পপাঠের মধ্য দিয়ে। হাসির গল্প পড়েন প্রদীপ দে সরকার এবং অম্লানকুসুম চক্রবর্তী। আলোচনায় অংশগ্রহণ করেন মায়া রায়চৌধুরী, অমৃতাভ বন্দ্যোপাধ্যায়, শ্যামল পাল,মণীন্দ্র রায়, সুচেতা কুণ্ডু, শক্তি ভট্টাচার্য,সুরঞ্জন মিদ্দে, শান্তনু চট্টোপাধ্যায়, অরিন্দম গোস্বামী, রেণুপদ ঘোষ, রজত চক্রবর্তী, রমাপদ পাহাড়ী, সৌম্যদেব বসু প্রমুখ।

এবার গল্পমেলা পুরষ্কার পেলেন সাহিত্যিক প্রচেত গুপ্ত এবং অনাদি স্মারক সম্মান দেওয়া হল সাহিত্যিক বলরাম বসাককে। দুদিনের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বজিৎ পাণ্ডা। গল্পমেলার কর্ণধার সাহিত্যিক গৌর বৈরাগী জানালেন পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু সাহিত্যিক এবারের অধিবেশনেও অংশগ্রহণ করেছেন।

Tags:

 

 

 




  • খোঁজ করুন




  • আমাদের ফেসবুক পেজ

  • মতামত

    আপনার মন্তব্য লিখুন

    আপনার ইমেল গোপনীয় থাকবে।




    Notify me when new comments are added.

    যোগাযোগ


    email:galpersamay@gmail.com

    Your message has been sent. Thank you!

    গল্পের সময় পরিবার
    সমীর
    অগ্নীশ্বর
    দেবাশিস
    চিন্ময়
    পার্থ
    মিতালি
    জাগরণ
    দেবব্রত

    © 2016 - 2024 গল্পের সময়। ডিজাইন করেছেন অগ্নীশ্বর। নামাঙ্কন করেছেন পার্থ