17 Apr

চিলেকোঠা

লিখেছেন:কৌশিক চট্টোপাধ্যায়


চিলেকোঠার এই ঘরটা পুকাইয়ের সাম্রাজ্য ৷ এখানে সে এলোমেলো থাকার স্বাধীনতা পায় ৷ তা নইলে নীচের তিনখানা ঘরই যা সাজানো গোছানো,  তাতে পান থেকে চুন খসবার জো নেই ৷ এই চিলেকোঠার ঘরে এলে পুকাই যেন নতুন করে অক্সিজেন পায় ৷ ঘরে মেসির  বিরাট বড়ো পোষ্টার ৷ জানালা খুলে দিলেই সামনের রাস্তা দিয়ে লোকেদের চলাচল নজরে পড়ে ৷ সেসব দেখতেও পুকাইয়ের খুব ভালো লাগে ৷ কিন্তু নীচ থেকে মায়ের হাঁকডাকে তার চিন্তাসূত্র ছিঁড়ে যায় ৷  ” কিরে টিউশনের টাইম হয়ে যাচ্ছে  , পড়তে যাবি না ?  ”

পুকাই তখন মনে মনে মেগাস্থিনিস সেজেছিলো ৷  হেঁটে চলেছিলো অজানা সব মানচিত্রের বুকের উপর দিয়ে ৷  এক এক করে ইতিহাস আর ভূগোল একাকার হয়ে যাচ্ছিলো ৷ মায়ের চিৎকারে সরে এলো সেখান থেকে ৷ চিলেকোঠার জানালাটা বন্ধ করলো গোমড়ামুখে ৷ তারপর নীচে নেমে এলো ক্লাস সেভেনের সোমশুভ্র রায় ৷

 

Tags: , ,

 

 

 




  • খোঁজ করুন




  • আমাদের ফেসবুক পেজ

  • মতামত

    আপনার মন্তব্য লিখুন

    আপনার ইমেল গোপনীয় থাকবে।




    Notify me when new comments are added.

    যোগাযোগ


    email:galpersamay@gmail.com

    Your message has been sent. Thank you!

    গল্পের সময় পরিবার
    সমীর
    অগ্নীশ্বর
    দেবাশিস
    চিন্ময়
    পার্থ
    মিতালি
    জাগরণ
    দেবব্রত

    © 2016 - 2024 গল্পের সময়। ডিজাইন করেছেন অগ্নীশ্বর। নামাঙ্কন করেছেন পার্থ