এ বড় সুখের সময় নয়। নভেল করোনাভাইরাসের হানায় এক বিপুল সঙ্কটের মধ্যে পড়েছে মানবসভ্যতা। তার মধ্যেই চলেছে নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার আয়োজন। তাতে পা মিলিয়েছি আমরাও। এবারের ফিকে হয়ে ওঠা উৎসবের সময়ে কিছু লেখালিখি সহযোগে ‘ শারদ অধ্যায়’ নিয়ে হাজির হলাম আমরা। গল্পপাঠ,মতামত দান করে এই আয়োজনে সামিল হোন আপনিও।
Tags: গল্পের সময় শারদ অধ্যায়
email:galpersamay@gmail.com
মতামত
আপনার মন্তব্য লিখুন
আপনার ইমেল গোপনীয় থাকবে।