গল্প লিখুন


প্রতিটি মানুষই কিছু বলতে চান। পৃথিবীর আবহমান হাসি-কান্না, দুঃখ-কষ্ট, আনন্দ-উল্লাসে দোদুল্যমান প্রতিটি মানুষের বুকের ভেতর জমাট হয়ে বসে থাকে না বলা হাজারো কাহিনী বা কিস্‌সা। কেউ কেউ শুধু নিজেরই নয়, অন্যের জীবনের নানা ঘটনার উপাদান সংগ্রহ করেও করেন কাহিনীর নির্মান। গল্পেরা তাদের ডাকে, তাদের সঙ্গে ঘর করে। বিকেল বেলায় বেড়াতে  গেলে পিছনে ছায়ার মত লেপটে থাকে। আপনিও কী গল্প তাড়িত? আপনি কী গল্পকার ? বুকের মধ্যে প্রতিনিয়ত বয়ে নিয়ে চলেছেন এক বা একাধিক কাহিনী। অক্ষরমালায়  সাজিয়ে আপনার সেরা গল্পটি পাঠিয়ে দিন আমাদের। অর্ন্তজালের ঢেউয়ে ভেসে ভেসে আপনার কাহিনী পৌঁছে যাক না কোনও এক শ্রান্ত দুপুরে চিলেকোঠার ঘরে গল্প পড়ব বলে বসে থাকা পাঠকটির কাছে।

 

লেখা পাঠানোর নিয়ম

১। সকলেই গল্প পাঠাতে পারেন। ভাল গল্প প্রকাশ করাই আমাদের উদ্দেশ্য।

২। যে কোনও বিভাগেই লেখা দিতে পারেন।

৩। লেখা অভ্র তে বাংলা টাইপ করে ওয়ার্ড-এ পাঠান। পিডিএফ করে পাঠাবেন না।  লেখার শব্দসংখ্যা নির্দিষ্ট নেই।

৪। অতি সংক্ষিপ্ত পরিচিতি দেবেন। নিজের ভাল প্রকাশযোগ্য ছবি পাঠান। গল্প ছাড়া অন্য লেখায় প্রয়োজনে ছবি পাঠান।

৫। লেখা মনোনীত হলে জানানো হবে। অমনোনয়নের কারণ ব্যাখ্যা করা সম্ভব নয়।

৬। লেখা পাঠানোর ঠিকানা – galpersamay@gmail.com

 

 

 

 




  • খোঁজ করুন




  • আমাদের ফেসবুক পেজ

  • যোগাযোগ


    email:galpersamay@gmail.com

    Your message has been sent. Thank you!

    গল্পের সময় পরিবার
    সমীর
    অগ্নীশ্বর
    দেবাশিস
    চিন্ময়
    পার্থ
    মিতালি
    জাগরণ
    দেবব্রত

    © 2016 - 2023 গল্পের সময়। ডিজাইন করেছেন অগ্নীশ্বর। নামাঙ্কন করেছেন পার্থ