গত ১১ থেকে ১৫ জানুয়ারি,২০১৭ কলকাতার বাংলা আকাদেমি চত্ত্বরে হয়ে গেল সাহিত্য উৎসব ও লিট্ল ম্যাগাজিন মেলা। এই উৎসবের উদ্বোধন করেন কবি, কথাকার, লেখক নবনীতা দেবসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকালীন গুজরাটি সাহিত্যের অন্যতম প্রখ্যাত প্রতিনিধি সীতাংশ যশশ্চন্দ্র ,সমকালীন ওড়িয়া সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি রাজেন্দ্র কিশোর পান্ডা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ইকবাল অধ্যাপক শাহ্নাজ নবী। এবারের সাহিত্য উৎসবে অনুর্ধ্ব ৪৫ গল্পকারদের বাংলা ছোটগল্প সংকলনের জন্য সোমেন চন্দ স্মারক সম্মান দেওয়া হয় তমাল বন্দ্যোপাধ্যায়কে। বাংলা ভাষা, সাহিত্য এবং লোকসংস্কৃতি বিষয়ক গ্রন্থের জন্য তাপসী বসু স্মারক সম্মান পান তুষার কাঞ্জিলাল। জীবনী, স্মৃতিকথন/ আত্মকথন এবং রাজনৈতিক সামাজিক ও সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের জন্য সুপ্রভা মজুদার স্মারক সম্মান দেওয়া হয় একরাম আলিকে। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ভগীরথ মিশ্রকে জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় স্মারক সম্মান এবং সুপ্রিয় চৌধুরীকে শান্তি সাহা স্মারক সম্মান প্রদান করা হয়। চিত্রকলা/শিল্পকলা বিষয়ক গ্রন্থের জন্য শুভাপ্রসন্ন পেয়েছেন মনোজমোহন বসু স্মারক সম্মান এবং প্রতিশ্রুতিসম্পন্ন কবিদের কাব্যসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য আলপনা আচার্য স্মারক সম্মান পেয়েছেন পার্থপ্রতিম কাঞ্জিলাল। একইসঙ্গে বাংলা কাব্যজগতে সামগ্রিক অবদানের জন্য বিভা চট্টোপাধ্যায় স্মারক সম্মান পেয়েছেন নন্দদুলাল আচার্য। অনুর্ধ্ব ৪৫ কবিদের বাংলা কাব্যগ্রন্থের জন্য অনির্বাণ মুখোপাধ্যায়কে অনীতা–সুনীল কুমার বসু স্মারক সম্মান এবং কেবলমাত্র তরুণ কবিদের কাব্যগ্রন্থের জন্য অর্ণব পন্ডাকে দেওয়া হয় শক্তি চট্টোপাধ্যায় স্মারক সম্মান। অনুবাদসাহিত্যে সামগ্রিক অবদান ও অনুদিত গ্রন্থের জন্য লীলা রায় স্মারক সম্মান লাভ করেন অভিজিৎ মুখার্জি। অন্যদিকে লিট্ল ম্যাগাজিন স্মারক সম্মান পেয়েছে গত উনচল্লিশ বছর ধরে নিয়মিত প্রকাশিত পত্রিকা সাহিত্য দর্পণ এবং কোচবিহারের মাথাভাঙা থেকে প্রকাশিত তিতির-এর ডায়েরি সংখ্যা।
Tags: লিট্ল ম্যাগাজিন মেলা
email:galpersamay@gmail.com
মতামত
আপনার মন্তব্য লিখুন
আপনার ইমেল গোপনীয় থাকবে।