06 Feb

পিরানদেল্লো ও একটি আত্মহত্যা

লিখেছেন:সিদ্ধার্থ সান্যাল


মৃণালিনী, আমিই তোমার ‘শব’

আঃ আবার। ‘শব’ নয় ‘শব’ নয় অনুপম ‘সব’ ‘সব’। আবার বলো।

মৃণালিনী আমিই তোমার ‘শব’

‘সব’

‘শব’

‘সব’ ‘সব’ … আরে বাবা everything … মানে ‘সব’…

…dead body নয়।

বলছি তো রাজীবদা, please শুনুন… ‘শব’

অনুপম এই নিয়ে তিনদিন হয়ে গেলো। বলেছিনা দাঁতের ফাঁক দিয়ে আওয়াজটা বার করো … ‘সব’ … ‘সব’

মৃণালিনী আমিই তোমার ‘শব’

ওঃ আমি পাগল হয়ে যাবো। পিরানদেল্লোর নাটকে অভিনয় করার সখ কত এদিকে তো জিভের আড় ভাঙেনি।

রাজীব দা … please …. Please আর একবার … মৃণালিনী আমিই তোমার ‘শব’

ওরে তোরা কেউ এই শবটাকে আমার সামনে থেকে নিয়ে যা … উল্টো ‘সসী’ … ওই ‘শব’ হয়েই থাকুক ও। অনুপম এই নাটক থেকে তুমি বাদ।

[চারদিকে চাপা হাসি]

 

 

 

ওগো তোমার ফোন। থানা থেকে বলছে … গড়পাড় থানা। থানা থেকে কেন গো ?

থানা থেকে ? সেকি … কেন ? দেখিতো … হ্যালো … হ্যালো

হ্যালো … রাজীব ব্যানার্জি বলছেন ? গড়পাড় থানা থেকে এস. আই. মণ্ডল বলছি।

হ্যাঁ আমি রাজীব বলছি। কি ব্যাপার বলুন তো … এই সকালবেলায় …

আপনি অনুপম ঘোষ বলে কাউকে চেনেন ?

অনুপম … অনুপম … অনু … হ্যাঁ হ্যাঁ … আমাদের নাটকের দলে নতুন এসেছে। কেন বলুন তো ? কি ব্যাপার ?

অনুপম ঘোষ কাল রাতে আত্মহত্যা করেছেন গলায় ফাঁস দিয়ে কড়িকাঠ থেকে। সুইসাইড নোটে আপনার নাম ফোন নাম্বার দিয়ে আপনাকে জানাতে বলে গেছেন। আপনি তাড়াতাড়ি গড়পাড় থানায় চলে আসুন।

 

Tags:

 

 

 




  • খোঁজ করুন




  • আমাদের ফেসবুক পেজ

  • মতামত

    আপনার মন্তব্য লিখুন

    আপনার ইমেল গোপনীয় থাকবে।




    Notify me when new comments are added.

    যোগাযোগ


    email:galpersamay@gmail.com

    Your message has been sent. Thank you!

    গল্পের সময় পরিবার
    সমীর
    অগ্নীশ্বর
    দেবাশিস
    চিন্ময়
    পার্থ
    মিতালি
    জাগরণ
    দেবব্রত

    © 2016 - 2024 গল্পের সময়। ডিজাইন করেছেন অগ্নীশ্বর। নামাঙ্কন করেছেন পার্থ