প্রকাশিত হবে দুটি সংখ্যা( জানুয়ারি ২০১৮ এবং ফেব্রুয়ারি ২০১৮)
অণুগল্প সংখ্যায় লেখা পাঠানোর নিয়ম
১। সকলেই গল্প পাঠাতে পারেন।ভাল গল্প প্রকাশ করাই আমাদের উদ্দেশ্য।
২। লেখা অভ্রতে বাংলা টাইপ করে ওয়ার্ড-ফাইলে পাঠান।পিডিএফ করে পাঠাবেন না। হাতে লেখা গল্প স্ক্যান করে পাঠাবেন না।
৩। কোথাও প্রকাশিত(ফেসবুক বা অন্য সোশ্যাল সাইট হলেও) গল্প পাঠাবেন না।
৪। অণুগল্পের শব্দ সংখ্যা নির্ধারণের ভার থাকল গল্পকারের হাতেই। অতি অল্প কথায় একটি মনে রাখার মত ভাল গল্প লেখার মুন্সিয়ানা দেখানোটাই তাঁর কাজ। তবে শব্দসংখ্যা ২৫০- ৩০০-এর বেশি না হওয়াই ভাল।
৫। একের অধিক গল্প (অতি অণু হলে একাধিক গল্পই পাঠাবেন) পাঠাতেই পারেন।মনোনীত হলে একই সংখ্যায় একাধিক বা পরে অন্য কোনও সাধারন সংখ্যায় তা প্রকাশিত হবে। গল্পকারকে তা জানিয়েও দেওয়া হবে।
৬। অতি সংক্ষিপ্ত পরিচিতি দেবেন। নিজের ভাল প্রকাশযোগ্য ছবি পাঠাবেন।
৭। লেখা মনোনীত হলে জানানো হবে।অমনোনয়নের কারণ ব্যাখ্যা করা সম্ভব নয়।
মতামত
আপনার মন্তব্য লিখুন
আপনার ইমেল গোপনীয় থাকবে।