
করোনাভাইরাসের হানা মানবসভ্যতাকে এক বিশাল সঙ্কটের মধ্যে ফেলেছে। গোটা পৃথিবী জুড়ে এমন সঙ্কট এর আগে আসে নি। ভারত সহ অধিকাংশ দেশেই আজ লকডাউন। ভবিষ্যৎ পৃথিবীর ছবিটা কেমন হবে তার দিশা পাওয়াটাও সহজ হচ্ছে না আজ। এমন এক অন্ধকার সময়ে আগামীদিনে ঝড় থেমে যাবে এমন আশা বুকে বেঁধে রেখেই ঘরবন্দি আমরা। মৃত্যু আর ধারাবাহিক আতঙ্কের বিবরণ শুনতে শুনতে ক্লান্ত, বিষন্ন মানুষ খুঁজে চলেছেন মন ভাল রাখার নানা উপায়। ‘গল্পের সময়’-এর সাইট বা এই বিশেষ ‘অণুগল্প’ সংখ্যায় প্রকাশিত গল্প যদি কোনও পাঠকের উদ্বেগ ভরা মনকে সামান্যতম প্রশান্তি এনে দেয় সেটাই হবে আমাদের বড় প্রাপ্তি।
এবারের ‘অণুগল্প’ সংখ্যায় অনেকেই লেখা পাঠিয়েছেন। সকলের লেখা প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব হয় নি। এজন্য আমরা দুঃখিত। তবে ভবিষ্যতে গল্প পাঠাতে ভুলবেন না। আর একটি কথা। আমরা ২০০ শব্দের মধ্যে গল্প চেয়েছিলাম,অনেকেই তা পাঠিয়েছেন। আবার কেউ কেউ অণুগল্প হিসেবেই একটু তুলনায় বড় গল্প পাঠিয়েছেন। একটা গল্পকে নির্মাণ করতে কঠোরভাবে শব্দের খবরদারি চলে না বলেই বিশ্বাস আমাদের। তাই আয়তনে একটু বড় গল্পকেও এই সংখ্যায় রাখা হল। ( গল্পের সময়)

Tags: অণুগল্প সংখ্যা
email:galpersamay@gmail.com

মতামত
আপনার মন্তব্য লিখুন
আপনার ইমেল গোপনীয় থাকবে।