‘গল্পের সময়’এ আপনাকে স্বাগত।এই মুহূর্তে যা বর্তমান,পরক্ষণেই তা অতীত। এভাবেই একের পর এক যুগ,বছর,কাল সময় পেরিয়ে চলেছি আমরা। এমন করেই ইতিহাসের হাত ধরে কখনও প্রিয়জনের বিয়োগে ভারাক্রান্ত হয়ে আবার কখনও বা নতুন করে কোনও ভালবাসায় আপ্লুত হয়ে এগিয়ে চলার স্বপ্ন দেখে মানুষ। আমাদের এই নিরন্তর পথ চলার ফাঁকেই কখনও বিষণ্ণ ছায়াময় হয়ে আবার কখনও আনন্দের ফুলঝুরি ছড়িয়ে দাঁড়িয়ে থাকে কাহিনী বা গল্পেরা। একজন গল্পকার বা কথাশিল্পীই খোঁজ পান তাদের। তাঁর ‘কাল’কে স্পর্শ করেই তিনি রচনা করেন শিল্প। গল্প শোনান পাঠককে। কখনও কখনও সেই গড়ে ওঠা কাহিনী সময় আর কালের উর্দ্ধে গিয়ে হয়ে ওঠে কালজয়ী। সময়,কাল,মানুষ,পরিবেশ সবকিছুকে সঙ্গে নিয়ে একজন গল্পকারের সৃষ্টির সঙ্গী হতে চায় ‘গল্পের সময়’। আর, তাঁর রচিত শিল্প যা নিহিত বর্তমানেই নিঃশেষিত হয় না, তাকে সঙ্গী করেই সে বলতে চায়‘সবসময় গল্পের সময়’।
মতামত
আপনার মন্তব্য লিখুন
আপনার ইমেল গোপনীয় থাকবে।