‘গল্পের সময়’এ আপনাকে স্বাগত।‘গল্পের সময়’ শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে—অন্যরকম গল্প বলার স্বপ্ন। যে গল্প দৈনন্দিনতার আড়ালে লুকিয়ে থাকে, যে গল্প মূলধারার ভিড়ে চাপা পড়ে যায়, সেই অনুচ্চারিত, অব্যক্ত অনুভবগুলোকেই প্রকাশের আলোয় আনাই ছিল তার মূল উদ্দেশ্য। এখানে গল্প মানে শুধু কাহিনি নয়—এখানে গল্প মানে জীবন, সময়, স্মৃতি আর মানবিকতার অন্বেষণ।নতুন বছরে পা রেখে ‘গল্পের সময়’ আরও একবার নিজের কাছে অঙ্গীকারবদ্ধ হতে চায়। সে চায় আরও বেশি গল্প বলতে, আরও নতুন কণ্ঠকে জায়গা দিতে, আরও গভীরভাবে সময়কে ধরতে। তার অংশীদার আপনিও। তাই আমরা বলি ‘তুমিও গল্প বল’।সময়,কাল,মানুষ,পরিবেশ সবকিছুকে সঙ্গে নিয়ে একজন গল্পকারের সৃষ্টির সঙ্গী হতে চায় ‘গল্পের সময়’। আর, তাঁর রচিত শিল্প যা নিহিত বর্তমানেই নিঃশেষিত হয় না, তাকে সঙ্গী করেই সে বলতে চায়‘সবসময় গল্পের সময়’।
মতামত
আপনার মন্তব্য লিখুন
আপনার ইমেল গোপনীয় থাকবে।