শ্রীরামপুর নৃত্যকাঞ্চন আয়োজিত নৃত্য প্রতিযোগিতা
শাস্ত্রীয় নৃত্য,রবীন্দ্র নৃত্য,নজরুল নৃত্য
স্থান – কেষ্ট মুখার্জি অডিটোরিয়াম, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি
শ্রীরামপুর,হুগলি
তারিখ – ১৬ অক্টোবর(রবিবার),২০২২ এবং ২২ অক্টোবর (শনিবার),২০২২
প্রতিযোগিতা শুরু – সকাল ১০টা (উপস্থিতি সকাল ৯টা)
………………………
রবীন্দ্রনৃত্য ও নজরুল নৃত্য – ১৬ অক্টোবর(শনিবার),২০২২
[ সময়সীমা- ৪(চার) মিনিট]
বিভাগ ’ক’ – ৮ থেকে ১৩ বছর
বিভাগ ‘খ’ – ১৪ থেকে ১৮ বছর
শাস্ত্রীয় নৃত্য – ২২ অক্টোবর(রবিবার),২০২২
[ সময়সীমা- ৭(সাত) মিনিট]
বিষয় – কথক,ভরতনাট্যম,মণিপুরী,কুচিপুরী,ওড়িশি,মোহিনীআট্যম,গৌড়ীয়)
বিভাগ ’ক’ – ৮ থেকে ১৩ বছর
বিভাগ ‘খ’ – ১৪ থেকে ১৮ বছর
…………………………………
নিয়মাবলী
১. অনলাইন বা অফলাইনে ফর্ম জমা দেওয়া যাবে।একবার নাম জমা দিয়ে তা বাতিল করলে বা প্রতিযোগিতায় যোগদান না করলে জমা অর্থ (টাকা) ফেরত দেওয়া সম্ভব নয়।
২. প্রতিযোগিতার দিন প্রথমেই নাম নথিভুক্ত(রেজিস্ট্রেশন) ও ফর্ম ফিল আপ( আগেই ফর্ম জমা দেওয়া থাকলে প্রয়োজন নেই) করতে হবে। আগে ফর্ম জমা দেওয়া থাকলেও প্রতিযোগিতার দিন ‘আগে এলে আগে’ এই ভিত্তিতে নাম নথিভুক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।
৩. সব প্রতিযোগীকে নৃত্যের পোশাক নিজেকে আনতে হবে।ছোট মেকআপ রুমের ব্যবস্থা থাকবে।প্রতিযোগিতা শুরুর একঘণ্টা আগে উপস্থিত হতে হবে।
৪. সব প্রতিযোগীকে পেন ড্রাইভ বা মোবাইলে অডিও কনটেন্ট কিউ করে আনতে হবে।কেবলমাত্র নির্দিষ্ট লিঙ্ক আনাই বাঞ্ছনীয়।
৫. স্থানাধিকারী নির্বাচনে বিচারকদের সিদ্ধান্তই চুড়ান্ত।প্রতিক্ষেত্রেই প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে।
৬. দিনের দিনই ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে।
৭. প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সংস্থার নৃত্য উৎসবে অংশগ্রহনের সুযোগ পাবেন।
৮. ফর্মের মূল্য –
রবীন্দ্রনৃত্য ও নজরুল নৃত্য
বিভাগ ’ক’ – ১৫০.০০ টাকা
বিভাগ ‘খ’ – ২০০.০০ টাকা
শাস্ত্রীয় নৃত্য
বিভাগ ’ক’ – ৩০০.০০ টাকা
বিভাগ ‘খ’ – ৩৫০.০০ টাকা
……………………………………………….
আবেদন করুন অনলাইনে
ক্লিক করুন নীচের লিঙ্কে
https://docs.google.com/forms/d/1J7PxFM-B0eC5h_RYbW5KLwgKKiMscorOyoAVfnExAac/edit
।। পেমেন্ট করতে পারেন অনলাইনে।।
– ইউকো ব্যাঙ্ক অ্যাকাউন্ট-
SERAMPORE NRITYAKANCHAN
A/C NO 17830110045824
IFSC CODE: UCBA001783
(USED FOR RTGS AND NEFT TRANSACTIONS)
[অনলাইন পেমেন্ট করলে অবশ্যই স্ক্রিনশট পাঠাতে হবে 9874011519 অথবা nrityakanchan@gmail.com-এ]
ফর্ম জমার শেষ তারিখ ৯ অক্টোবর’২০২২
যোগাযোগ –
প্রতিভা দাস – ৯৮৭৪০১১৫১৯ (হোয়াটসঅ্যাপ)
অমৃতা কুন্ডু – ৮৭৭৭৭৩৯৮০৭ (হোয়াটসঅ্যাপ)
দেবস্মিতা ঘোষ – ৬২৮৯০৩৫৮২৪ (হোয়াটসঅ্যাপ)
আমাদের ব্লগসাইট – www.nrityakanchan.blogspot.com
আমাদের মেল আইডি – nrityakanchan@gmail.com
email:galpersamay@gmail.com
মতামত
আপনার মন্তব্য লিখুন
আপনার ইমেল গোপনীয় থাকবে।