13 Apr

বাংলা নতুন বছরে লেখা আহ্বান

লিখেছেন:লেখা পাঠান আপনিও


স্বাগত ১৪৩১, লেখা আহ্বান

লেখা পাঠানোর জন্য …

১। আমাদের অনলাইন পত্রিকা। www.galpersamay.com টাইপ করলেই পত্রিকাটি দেখতে পাবেন। মেনে নিন পরীক্ষামূলক ( তবে হাত পাকানোর আসর নয়) গল্প লেখানিখির জন্য এ প্ল্যাটফর্ম আপনারও।

২।  সকলেই  যে কোনও সময় গল্প পাঠাতে পারেন। আপনার লেখার অপেক্ষাতেই আমরা। ভাল গল্প প্রকাশ করাই আমাদের উদ্দেশ্য। তবে গল্প প্রকাশের পর লেখককে সাম্মানিক দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

৩। লেখা অভ্র তে বাংলা টাইপ করে ওয়ার্ড-এ পাঠান। পিডিএফ করে পাঠাবেন না। লেখার শব্দসংখ্যা নির্দিষ্ট নেই। (আসলে ই-ম্যাগাজিনে জায়গার অভাব নেই।তাই যে যেমন মনে করবেন লিখবেন।তবে অতি ছোট ( বিশেষ সংখ্যার ঘোষণা না হলে অণু গল্প পাঠাবেন না) বা অতি বড়(৫০০০ শব্দ) গল্প না পাঠানোই ভাল। কোনও গল্পকার যদি পাঠককে টেনে রাখতে পারেন তা হলে শব্দসংখ্যার সিদ্ধান্ত তাঁর হাতেই থাকুক।)

৪। আপনার লেখার বানান  বারবার দেখে নিন। আপনার সৃষ্টির প্রতি যত্নবান হোন আপনি নিজেই। আমাদের লোকবল নেই বললেই চলে। বিধি মেনে প্রতিটি গল্পের/লেখার বানান ঠিক করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ‘আকাদেমি বানান অভিধান’ মেনে চলার পক্ষপাতী। 

৫। অতি সংক্ষিপ্ত পরিচিতি দেবেন। নিজের ভাল প্রকাশযোগ্য ছবি পাঠান।

৬। লেখা মনোনীত হলে জানানো হবে। অমনোনয়নের কারণ ব্যাখ্যা করা সম্ভব হয় না।

৭।  লেখা প্রকাশ হলে বন্ধু-বান্ধব,প্রিয়জনকে শেয়ার করে ‘গল্পের সময়’এর কথা বললে আমাদেরও ভাল লাগবে।

৮। লেখা পাঠানোর ঠিকানা – galpersamay@gmail.com

গল্পের সময়, গল্প লিখুন

Tags: , ,

 

 

 




  • খোঁজ করুন




  • আমাদের ফেসবুক পেজ

  • মতামত

    আপনার মন্তব্য লিখুন

    আপনার ইমেল গোপনীয় থাকবে।




    Notify me when new comments are added.

    যোগাযোগ


    email:galpersamay@gmail.com

    Your message has been sent. Thank you!

    গল্পের সময় পরিবার
    সমীর
    অগ্নীশ্বর
    দেবাশিস
    চিন্ময়
    পার্থ
    মিতালি
    জাগরণ
    দেবব্রত

    © 2016 - 2024 গল্পের সময়। ডিজাইন করেছেন অগ্নীশ্বর। নামাঙ্কন করেছেন পার্থ