নভেল করোনাভাইরাসের হানা মানবসভ্যতাকে এক বিশাল সঙ্কটের মধ্যে ফেলেছে। গোটা পৃথিবী জুড়ে এমন সঙ্কট এর আগে আসে নি। ভবিষ্যৎ পৃথিবীর ছবিটা কেমন হবে তার দিশা পাওয়াটাও সহজ হচ্ছে না আজ। এমন এক অন্ধকার সময়ে আগামীদিনে ঝড় থেমে যাবে এমন আশা বুকে বেঁধে রেখেই এগোতে চাইছি আমরা। এরই সঙ্গে যুক্ত হয়েছে আমফানের ক্ষত। মৃত্যু আর ধারাবাহিক আতঙ্কের বিবরণ শুনতে শুনতে ক্লান্ত, বিষন্ন মানুষ খুঁজে চলেছেন মন ভাল রাখার নানা উপায়। কেউ গল্প পড়ছেন, কেউ তা লিখছেনও। আমরা চাই সেই রকমই কোনও গল্প অন্তর্জাল বাহিত হয়ে আসুক আমাদের ঠিকানায়।
সদ্য প্রকাশিত ‘অণুগল্প’ সংখ্যায় অনেকেই লেখা পাঠিয়েছেন। সকলের লেখা প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব হয় নি। এজন্য আমরা দুঃখিত। তবে এবার বা ভবিষ্যতে গল্প পাঠাতে ভুলবেন না। আর একটি কথা। একটা গল্পকে নির্মাণ করতে কঠোরভাবে শব্দের খবরদারি চলে না বলেই বিশ্বাস আমাদের। তবে ১৫০০ মধ্যে হলে ভাল হয়। গল্প পাঠান ৩০ জুনের মধ্যে। অভ্র বাংলায় টাইপ করে মেল করুন galpersamay@gmail-এ। অবশ্যই ১ লাইনের পরিচিতি সহ প্রকাশযোগ্য ছবি পাঠান।
মতামত
আপনার মন্তব্য লিখুন
আপনার ইমেল গোপনীয় থাকবে।