গল্পের সময় শারদ অধ্যায়
লিখেছেন:নবীন ও প্রবীণেরা
নভেল করোনাভাইরাসের হানা মানবসভ্যতাকে এক বিশাল সঙ্কটের মধ্যে ফেলেছে। গোটা পৃথিবী জুড়ে এমন সঙ্কট এর আগে আসে নি। ভবিষ্যৎ পৃথিবীর ছবিটা কেমন হবে তার দিশা পাওয়াটাও সহজ হচ্ছে না আজ। এমন এক অন্ধকার সময়ে আগামীদিনে ঝড় থেমে যাবে এমন আশা বুকে বেঁধে রেখেই এগোতে চাইছি আমরা। মৃত্যু আর ধারাবাহিক আতঙ্কের বিবরণ শুনতে শুনতে ক্লান্ত, বিষন্ন মানুষ খুঁজে চলেছেন মন ভাল রাখার নানা উপায়। কেউ গল্প পড়ছেন, কেউ তা লিখছেনও। আমরা চাই সেই রকমই কোনও গল্প অন্তর্জাল বাহিত হয়ে আসুক আমাদের ঠিকানায়।
একটি কথা। একটা গল্পকে নির্মাণ করতে কঠোরভাবে শব্দের খবরদারি চলে না বলেই বিশ্বাস আমাদের। তবে ১৫০০ মধ্যে হলে ভাল হয়। গল্প পাঠান ২ অক্টোবরের মধ্যে। অভ্র বাংলায় টাইপ করে মেল করুন galpersamay@gmail-এ। অবশ্যই ১ লাইনের পরিচিতি সহ প্রকাশযোগ্য ছবি পাঠান।
↔
লেখা পাঠানোর নিয়ম
১। সকলেই গল্প পাঠাতে পারেন। ভাল গল্প প্রকাশ করাই আমাদের উদ্দেশ্য।
২। যে কোনও বিভাগেই লেখা দিতে পারেন।
৩। লেখা অভ্র তে বাংলা টাইপ করে ওয়ার্ড-এ পাঠান। পিডিএফ করে পাঠাবেন না।
৪। অতি সংক্ষিপ্ত পরিচিতি দেবেন। নিজের ভাল প্রকাশযোগ্য ছবি পাঠান। গল্প ছাড়া অন্য লেখায় প্রয়োজনে ছবি পাঠান।
৫। লেখা মনোনীত হলে জানানো হবে। অমনোনয়নের কারণ ব্যাখ্যা করা সম্ভব নয়।
৬। লেখা পাঠানোর ঠিকানা – galpersamay@gmail.com
Tags: গল্প পাঠান, গল্পের সময় শারদ অধ্যায়
মতামত
আপনার মন্তব্য লিখুন
আপনার ইমেল গোপনীয় থাকবে।