Tag Archives: অচেনা মানুষ
-
অচেনা মানুষ
১ ‘চল রে নিষাদ, পাথর গলাই, ধরায় আনি জল যেমন জলে রঙ লাগালে পাবিই না আর তল চল রে নিষাদ, এই আঁধারে পাগলপারা নাচি অনেকখানি মরার পরে একচিলতে বাঁচি’ -“কি রে ছুঁড়ি!…আবার তুই এমন করে এঁকেছিস? কতবার না বলেছি, পা-হাতগুলো ঠিক হচ্ছে না!…একটু খেয়াল করতে হবে তো।” -“আরে!!…এ যে মহা জ্বালাতন হল!…তুমি আবার এসে জুটেছ? […]