গল্পের সময় ‘শারদ অধ্যায়’
লিখেছেন:লিখছেন নবীন ও প্রবীণ লেখকেরা
বাঙালি গল্প শুনতে ভালোবাসে, বাঙালি গল্প শোনাতেও ভালোবাসে। তিন বাঙালি এক জায়গায় হয়েছে আর সব কাজকর্ম শিকেয় তুলে ঘণ্টা খানেক জমিয়ে গল্প-গুজব করে নি এমন ঘটনা একসময় ছিল দুর্লভ ব্যাপার। মজলিসে বসে জামার পকেট বা আস্তিন একটু ঝাড়াঝাড়ি করলে দু-একটি কাহিনী বা কিস্সা টুক করে ঝরে পড়তই। আড্ডাবাজ বাঙালির সেই কৌলিন্যে আজ ভাঁটার টান। আন্তর্জাতিক স্পেস অ্যান্ড টাইম মাথায় রেখে ছুটছে সে। শপিং জোন থেকে স্মার্ট ফোন, ল্যাপটপ সার্ফিং থেকে রুফটপ ওয়াকিং – সবেতেই এখন স্বচ্ছন্দ বাঙালি। শুধু মাঝখান থেকে উধাও আড্ডা। ব্যস্ত বাঙালির এক চিলতে অবসরে উঁকি মেরে আমরা বলতে চাই – তুমিও গল্প বলো। গল্পের সময় হয়ে উঠতে চায় – গোটা বিশ্বের বাঙালির গল্পের উঠোন।
লেখা পাঠানোর নিয়ম
১। সকলেই গল্প পাঠাতে পারেন। ভাল গল্প প্রকাশ করাই আমাদের উদ্দেশ্য।
২। যে কোনও বিভাগেই লেখা দিতে পারেন।
৩। লেখা অভ্র তে বাংলা টাইপ করে ওয়ার্ড-এ পাঠান। পিডিএফ করে পাঠাবেন না। লেখার শব্দসংখ্যা ৪০০০-এর মধ্যে হলে ভাল হয়।
৪। অতি সংক্ষিপ্ত পরিচিতি দেবেন। নিজের ভাল প্রকাশযোগ্য ছবি পাঠান।
৫। লেখা মনোনীত হলে জানানো হবে। অমনোনয়নের কারণ ব্যাখ্যা করা সম্ভব নয়।
৬।লেখা পাঠানোর শেষ তারিখ ৫ সেপ্টেম্বর,২০২১
৭। লেখা পাঠানোর ঠিকানা – galpersamay@gmail.com
Tags: গল্পের সময়, লেখা পাঠান, শারদ অধ্যায়
মতামত
আপনার মন্তব্য লিখুন
আপনার ইমেল গোপনীয় থাকবে।