‘গল্পের সময়’ গল্পের আয়োজক। নতুন নতুন গল্পের। কখনও কখনও ‘গল্পের সময়’ বিশেষ সময়ের গল্পের আয়োজন করে। যেমন ‘কালান্তক কালের গল্প’। প্রত্যেক গল্পকার বা কথাশিল্পী তাঁর ‘কাল’কে স্পর্শ করে থেকেই গল্প বা শিল্প রচনা করেন। কিন্তু, তাঁর রচিত শিল্প যা স্পন্দমান জীবনেরই সমতুল সে কিন্তু তার নিহিত বর্তমানেই নিঃশেষিত হয় না। বহমান থাকে কালান্তরে সহৃদয়-হৃদয় পাঠকের সংবেদে।‘গল্পের সময়’-এরও অভিপ্রায় এই। তাই আরেক অর্থে ‘গল্পের সময়’ ‘সবসময় গল্পের সময়’। এটি গল্পের সময়ের স্পর্ধিত আত্মঘোষণা নয়। বরং এক ভিন্ন অর্থে অমলের ফকিরকে বলা কথাগুলির যে – ‘সে কেবলই চলে আসছে’ বারবার ‘সে কেবলই চলে আসছে’ তারই এক অতিসংক্ষেপিত অভিব্যক্তময় দ্যোতনা।
মতামত
আপনার মন্তব্য লিখুন
আপনার ইমেল গোপনীয় থাকবে।