09 May

বাইলাইন

লিখেছেন:দেবাশিস মজুমদার


– কি রে, পরীক্ষা কেমন হল? লকডাউনের এতদিন পর স্কুলে বসে পরীক্ষা দিলি — স্কুল ফেরত মেয়ের দিকে প্রশ্ন ছুঁড়লেন রুচিরা।

– না, মা, অ্যাকচুয়েলি খুব প্রবলেম হচ্ছিল সবার। সবাই তো…অর্ধেক কথা থামিয়ে তার বাপির ঘরের দিকে তাকিয়ে ইশারায় মাকে কাছে ডেকে আদুরে গলায় জড়িয়ে নিচু স্বরে প্রশ্ন করল, – বাপি কোথায়? বাথরুমে? তারপর আরও নীচুতে বলল, – বাপি ঠিকই বলেছিল খালি ওপেনবুক এক্সাম দিতে ইচ্ছা করছিল।

-জানি তো এটাই হবে। বাথরুমের দরজা খুলতে খুলতে বললেন অধ্যাপক আকাশনীল রায়।

-বা-আ-পি-ই-ই বলে ছুটে গিয়ে বাপের বক্ষলগ্না হল আহ্লাদি মেয়ে পৃথা।

রান্নাঘরে খাবার গরম করতে করতে রুচিরা জানতে চাইলেন, – প্রজেক্টে কি দিল রে?

-দিয়েছে। শুনলে না মাথাগরম হয়ে যাবে – অনলাইন বনাম অফলাইন শিক্ষাব্যবস্থা ও ছাত্রসমাজ। এটা একটা টপিক হল বল বাপি?

-কেন নয়? যা ফেস করছিস তাই বল্‌।

-ধুস্‌। বড্ড  চাপের ব্যাপার।  যাকগে আজকেই  জিজ্ঞেস করলাম, কালকেই তো জন্মদিন।  দাড়িবুড়োর কোনও ফাটাফাটি লাইন হবে এই বিষয়ের ওপর যেটা ইউস করব প্রোজেক্টের শুরুতে বা মাথায়।

-আবার  দাড়িবুড়ো! কান পাত এখনই চলছে বাইরের মাইকে। চোখকান খোলা রাখবি নিজেই খুঁজে নিতে পারবি।

বাপের কথা শুনে কান পাতল মেয়ে পৃথা। পাড়ার রক্তদান শিবিরের মাইক তখন  গাইছে – ‘চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।’ উত্তেজনায় মেয়ের চোখ দুটো গোল হয়ে গেল। আকাশনীল মিটি মিটি হাসছেন।আল্লাদে আটখানা মেয়ে পৃথা, চেঁচিয়ে উঠল – সত্যি বাপি তুমি না জাস্ট অসাধারণ।

– উঁহু, আমি না উনি।

-ঠিক। ভাবা যায় না কিভাবে মিলিয়ে দিলেন।

-কি বলতো দেখি – প্রশ্ন ছুঁড়লেন আকাশনীল।

-কেন?

-কাছে দূরের তফাৎটা।

-ইয়েস। মেয়ের পিঠ চাপড়ে উঠে দাঁড়ালেন আকাশনীল, – কি বলবি এই দেখাকে? অনলাইন না অফ লাইন?

– না না বাপি,ইউ আর রাইট, দাড়িবুড়ো ইজ আওয়ার লাইফলাইন।আর তাই  অলটাইম বাইলাইন।

Tags: , ,

 

 

 




  • খোঁজ করুন




  • আমাদের ফেসবুক পেজ

  • Tridibesh Bandyopadhyay on May 27, 2023

    ভালো লাগলো। রবীন্দ্রনাথের লাইনের সুন্দর ব্যবহার।

    মতামত

    আপনার মন্তব্য লিখুন

    আপনার ইমেল গোপনীয় থাকবে।




    Notify me when new comments are added.

    যোগাযোগ


    email:galpersamay@gmail.com

    Your message has been sent. Thank you!

    গল্পের সময় পরিবার
    সমীর
    অগ্নীশ্বর
    দেবাশিস
    চিন্ময়
    পার্থ
    মিতালি
    জাগরণ
    দেবব্রত

    © 2016 - 2024 গল্পের সময়। ডিজাইন করেছেন অগ্নীশ্বর। নামাঙ্কন করেছেন পার্থ