[ চারিদিকেই যেন আজ অসুখ।একজন মানুষকে ভরসা,বিশ্বাস করতে পারছেন না আর একজন মানুষ। একজন মানুষের ধর্ম,ভাষা,আর্থিক পরিস্থিতি থেকে গায়ের রঙ, লিঙ্গ তাকে আলাদা করে রাখছে অন্যদের থেকে। সভ্য বলে বড়াই করলেও আজও নিরাপত্তা নেই নারীর, শিশুর বাসযোগ্য হয়ে ওঠেনি এই সমাজ।কুকথা, কুযুক্তিতে ভরে যাচ্ছে তার দেওয়ালগুলো। গভীর সব অ-সুখ ঘিরে ধরছে আমাদের।করোনাকালে ‘উৎসব’ কথাটা সচেতনভাবে বর্জন করেছিলাম আমরা।প্রকাশ করেছিলাম ‘শারদ অধ্যায়’।এবারও আমাদের অনুভব মনে করাচ্ছে এ বুঝি উৎসবের সময় নয়। তাই অতি ক্ষুদ্র পরিসরে হলেও সময়ের কথা ভেবে আমাদের এই সংখ্যা হয়ে থাক ‘শারদ অধ্যায় ২০২৪’।]
মতামত
আপনার মন্তব্য লিখুন
আপনার ইমেল গোপনীয় থাকবে।